আইসোলেশনে থাকা লোকদের বের হওয়া নিষিদ্ধ: বেইজিংয়ে রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের উপমহাপরিচালক পাং সিং হুও
  2020-07-02 18:55:25  cri
জুলাই ২: আইসোলেশনে থাকা লোকদের বাইরে বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের উপমহাপরিচালক পাং সিং হুও এ কথা বলেছেন।

পাং সিন হুও বলেছেন, বর্তমানে বেইজিংয়ে কোভিড-১৯ পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। তবে কিছু ঝুঁকিও রয়েছে।

তিনি সবার প্রতি সতর্কতা জারি করে প্রতিরোধক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, গণসমাবেশ ও দাওয়াত এড়িয়ে যেতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, এতে কোভিড-১৯ সংক্রমণ রোধ করা সম্ভব হবে।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040