কোভিড-১৯ ভ্যাকসিনের গবেষণায় বিশ্বের বিজ্ঞানীরা সহযোগিতা করছেন, জড়িত ১৫টি গবেষণাদল
  2020-07-03 16:03:26  cri
জুলাই ৩: বিশ্ব স্বাস্থ্য সংস্থা— হু'র প্রধান বিজ্ঞানী সুমিয়া স্বোয়ামিনাথান গতকাল (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে বলেছেন, সদ্য সমাপ্ত দ্বিতীয় গবেষণা ও নব্যতাপ্রবর্তন ফোরামে কোভিড-১৯ ভ্যাকসিন-সংক্রান্ত ১৫টি গবেষণাদল তাদের পরীক্ষামূলক নকশার প্রস্তাব দিয়েছে।

দুই দিনব্যাপী দ্বিতীয় গবেষণা ও নব্যতাপ্রবর্তন ফোরাম গতকাল (বৃহস্পতিবার) শেষ হয়েছে। সম্মেলনে ৯৩টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৩ শতাধিক বিশেষজ্ঞ অংশ নেন। সুমিয়া বলেন, এই ভাইরাস প্রতিরোধে সহযোগিতার আকাঙ্ক্ষা করেন বিজ্ঞানীরা। পাশাপাশি, পরবর্তী গবেষণা, চিকিত্সাপদ্ধতি ও ভ্যাকসিনের বিষয়ে ব্যাপক আলোচনা করেন তারা।

হু'র স্বাস্থ্য ও গবেষণা বিভাগের প্রধান আনা রেস্ট্রেপো বলেন, এ ভাইরাসের ভ্যাকসিনের স্বচ্ছ মূল্যায়নের জন্য গবেষণাদলগুলোকে ধন্যবাদ জানান তিনি।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040