যুক্তরাষ্ট্রের তথাকথিত 'হংকং স্বায়ত্তশাসন প্রস্তাব'-এর বিরোধিতা করে হংকং
  2020-07-04 14:45:45  cri

জুলাই ৪: গতকাল (শুক্রবার) মার্কিন কংগ্রেসে তথাকথিত 'হংকং স্বায়ত্তশাসন প্রস্তাব' গৃহীত হওয়ায় চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার এর তীব্র বিরোধিতা করে।

হংকং সরকারের মুখপাত্র বলেন, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার আবারও মার্কিন কংগ্রেসকে অবিলম্বে হংকংয়ের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করার তাগিদ দিয়েছে।

তিনি বলেন, প্রস্তাবের বিষয়বস্তু ও আরোপিত তথাকথিত শাস্তি একেবারে অগ্রহণযোগ্য। হংকং একে ভয় পায় না। এটা শুধুই হংকং ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং অভিন্ন স্বার্থকে নষ্ট করবে। মার্কিন আইন প্রণয়ন সংস্থা মানবাধিকার, গণতন্ত্র ও স্বায়ত্তশাসনের অজুহাতে বার বার প্রস্তাবের মাধ্যমে হংকংয়ের ব্যাপারে হস্তক্ষেপ করে আসছে, যা অগ্রহণযোগ্য। রাষ্ট্রীয় নিরাপত্তা আইন পুরোপুরি একটি দেশের অভ্যন্তরীণ ব্যাপার। এ ব্যাপারে মার্কিন আইন প্রণয়ন সংস্থার দ্বৈতনীতি দুঃখজনক।

মুখপাত্র বলেন, হংকংয়ে 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতি বাস্তবায়ন করা পুরোপুরি গণপ্রজাতন্ত্রী চীনের অভ্যন্তরীণ ব্যাপার। কোনো দেশ বা কংগ্রেসের এতে হস্তক্ষেপের অধিকার নেই।

মুখপাত্র আরও বলেন, মার্কিন প্রস্তাবে উল্লিখিত 'শাস্তি' হংকংয়ের আর্থিক সংস্থার কাছে বেআইনি। হংকং যুক্তরাষ্ট্রকে দায়িত্বশীল মনোভাব পোষণ করতে এবং আর্থিক সংস্থার স্বাভাবিক পরিচালনা ও ক্লায়েন্টদের ওপর প্রভাব ফেলে—এমন আচরণ না-করার তাগিদ দেয়। চীনের সরকার ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেবে বলেও তিনি উল্লেখ করেন। (ফেই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040