মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রীকে সি চিন পিংয়ের মৌখিক বার্তা
  2020-07-04 15:34:46  cri
জুলাই ৪: সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মঙ্গোলিয়ার পিপলস পার্টির চেয়ারম্যান ও সেদেশের প্রধানমন্ত্রী উখনাগিন খুরেলসুখকে এক মৌখিক বার্তা পাঠান।

বার্তায় সি চিন পিং বলেন, চীন ও মঙ্গোলিয়া পরস্পরের ভালো প্রতিবেশী। করোনা ভাইরাস মহামারী ঘটার পর দু'দেশ ঘনিষ্ঠভাবে ভাইরাস প্রতিরোধে একে অপরকে সহযোগিতা করে আসছে। চীন বিশ্বের করোনাভাইরাস প্রতিরোধে যে-অবদান রেখেছে, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী এর উচ্চ মূল্যায়ন করেছেন। চীন মঙ্গোলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভাইরাস প্রতিরোধবিষয়ক সহযোগিতা ও বিনিময় জোরদার করতে এবং মানবজাতির অভিন্ন ভাগ্যের স্বাস্থ্যকমিউনিটি গড়ে তুলতে ইচ্ছুক।

তিনি আরও বলেন, চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ৯৯তম বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গোলিয়ার পিপলস পার্টি অভিনন্দনবাণী পাঠিয়েছে, যা দু'দেশের পার্টি ও দু'দেশের সম্পর্কের ওপর পিপলস পার্টি ও প্রধানমন্ত্রীর গুরুত্বের প্রতিফলন। চীনা কমিউনিস্ট পার্টি মঙ্গোলিয়ার পিপলস পার্টির সঙ্গে বিভিন্ন স্তরের এবং বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ও বিনিময় জোরদার করতে, দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও সম্প্রসারণ করতে, এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির জন্য অবদান রাখতে ইচ্ছুক।

জবাবে মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী বলেন, চীনা কমিউনিস্ট পার্টির নিরলস চেষ্টায় চীন সাফল্যের সঙ্গে ভাইরাসের মহামারীকে প্রতিরোধ করেছে। নিজ দেশের জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা করা ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের জনগণের স্বাস্থ্য রক্ষায় বিরাট অবদানও রেখেছে চীন। তিনি বিশ্বাস করেন, দু'দেশের রাজনৈতিক পার্টিদ্বয়ের সহযোগিতার সুফল আরও সুসংবদ্ধ হবে এবং দু'দেশ যৌথভাবে সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040