কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে সি চিন পিংয়ের মৌখিক বার্তা
  2020-07-04 18:14:14  cri
জুলাই ৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে গতকাল (শুক্রবার) এক মৌখিক বার্তা পাঠান। বার্তায় তিনি বলেন, যখন চীনে মহামারী পরিস্থিতি গুরুতর ছিল, তখন প্রধানমন্ত্রী হুন সেন চীন সফর করেন। এটা তাঁর ও চীনা জনগণের মনে গভীর ছাপ ফেলে।

প্রেসিডেন্ট সি বলেন, চীন ও কম্বোডিয়া পরস্পরের সুপ্রতিবেশী ও অংশীদার। নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারী শুরু হওয়ার পর দুই পক্ষ পরস্পরকে সমর্থন করেছে, ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে, একসাথে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী হুন সেনের সাথে যৌথভাবে দুই পার্টি ও দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে, পার্টি ও অন্য ব্যাপারে বিনিময় ও সহযোগিতা গভীরতর করতে, এবং চীন-কম্বোডিয়া অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা করতে তিনি কাজ করবেন বলেও জানান সি চিন পিং।

চীনা কমিউনিস্ট পার্টির ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী হুন সেন প্রেসিডেন্ট সি-কে পাঠানো এক বার্তায় বলেন, কম্বোডিয়া-চীন মৈত্রী দৃঢ়, দুই পার্টির সম্পর্কও গভীর। নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারী হওয়ার পর মহামারীর বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে চীন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040