স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে আবারও হাঙ্গামা
  2020-07-05 14:47:01  cri

জুলাই ৫: স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। দেশটির ওরেগন রাজ্যের পোর্টল্যান্ড সিটিতে এদিন সপ্তাহের তৃতীয় দাঙ্গাহাঙ্গামা ঘটে। ভোর ৪টার দিকে বিক্ষোভকারীরা শহরের হ্যাটফিল্ড ফেডারেল আদালতভবন লক্ষ্য করে আতশবাজী ও পাথর নিক্ষেপ করে।

পোর্টল্যান্ডের মেয়র গত শুক্রবার আহ্বান জানিয়ে বলেন, এক মাসেরও বেশি সময় ধরে স্থায়ী হাঙ্গামা বন্ধ হওয়া উচিত। করোনাভাইরাস মহামারী, পুলিশের অতিরিক্তি বলপ্রয়োগ, বর্ণবৈষম্য ইত্যাদির কারণে লোকজনের ক্ষুব্ধ হওয়াকে 'স্বাভাবিক' আখ্যায়িত করে তিনি বলেন, শহরের স্থানীয় সরকার বর্ণবৈষম্য দূর করার জন্য ব্যবস্থাও নিতে শুরু করেছে। তিনি রাতে সহিংসতা বন্ধ করতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বানও জানান। (শুয়েই/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040