ভারতের চীন-বিরোধী কার্যক্রম অর্থহীন
  2020-07-05 15:13:59  cri
জুলাই ৫: গ্যালওয়ান উপত্যকায় সংঘর্ষের ঘটনার পর ভারত চীনের বিরুদ্ধে ধারাবাহিক ব্যবস্থা চালু করা শুরু করে। চীনের ৫০টিরও বেশি মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবহার নিষিদ্ধ এবং ভারতের অবকাঠামো নির্মাণ প্রকল্পে চীনের পুঁজি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়। ভারতের কোনো কোনো বন্দরে চীন থেকে আমদানিকৃত কিছু পণ্যের ওপর আংশিক শুল্ক ছাড় নিয়ে সমস্যা সৃষ্টি করা হচ্ছে। তা ছাড়া, ভারতের বিদ্যুত্ মন্ত্রণালয় চীন থেকে বিদ্যুতের সরঞ্জাম আমদানিও নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে।

রয়টার্সের খবর অনুসারে, দীর্ঘকাল ধরে ভারত চীনের সরঞ্জামের ওপর নির্ভর করে বিদ্যুত্ উত্পাদন ও পরিবহন করে আসছে। এতে জনগণ সুলভে বিদ্যুতের সরবরাহ পাচ্ছিল। এখন বিদ্যুত্ মন্ত্রণালয়ের এই ঘোষণায় কোনো কোনো ভারতীয় কোম্পানি উপকৃত হলেও, দীর্ঘমেয়াদে সেদেশে বিদ্যুতের দাম বেড়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।

এদিকে, ইন্ডিয়া এক্সপ্রেস পত্রিকার সূত্র থেকে জানা গেছে, সোশাল মিডিয়া প্লাটফর্মের অনেক ভারতীয় উদ্যোক্তা চীনা মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবহার নিষিদ্ধ হওয়ায় ক্ষতিগ্রস্ত হবেন। তা ছাড়া, অনেক অ্যাপ্লিকেশন-কোম্পানি ভারতে কার্যালয় স্থাপন করেছে এবং ভারতীয়দের সেখানে নিয়োগ দিয়েছে। এসব অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করার ফলে হাজার হাজার লোক বেকার হবে।

বিবিসি কোনো কোনো বিশ্লেষণের বরাত দিয়ে জানিয়েছে, বর্তমানে ভারত মহামারী ও পঙ্গপালের প্লেগসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় ভারতীয় সরকার চীন ও পাকিস্তানের সঙ্গে যে উস্কানিমূলক আচরণ করছে, তার উদ্দেশ্য হলো জনগণের দৃষ্টি অন্যদিকে সরানো। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040