কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকীতে চীন ও ঘানার প্রেসিডেন্টদ্বয়ের অভিনন্দনবার্তা বিনিময়
  2020-07-05 15:47:29  cri
জুলাই ৫: আজ (রোববার) কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ঘানার প্রেসিডেন্ট আকুফো আদ্দো পরস্পরকে অভিনন্দনবার্তা পাঠান।

অভিনন্দনবার্তায় প্রেসিডেন্ট সি বলেন, চীন ও ঘানার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বিগত ৬০ বছরে দু'দেশের বাস্তব সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। এতে দু'দেশের জনগণ উপকৃতও হয়েছে। নভেল করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাবের পর থেকে চীন ঘানাসহ আফ্রিকার দেশগুলোর সঙ্গে সহযোগিতা করে মহামারী প্রতিরোধ করে আসছে।

তিনি আরও বলেন, ঘানার সঙ্গে যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ এবং চীন-আফ্রিকা সহযোগিতার ফোরামের আওতায় বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীরতর করতে চায় চীন।

অভিনন্দনবার্তায় আকুফো আদ্দো বলেন, দু'দেশের প্রবীণ শীর্ষনেতাদের যৌথ প্রচেষ্টায় দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরু হয়। বিগত ৬০ বছরে উচ্চ পর্যায়ে দু'দেশের বিনিময় খুব ঘনিষ্ঠ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সাফল্যও স্পষ্ট।

তিনি আরও বলেন, নভেল করোনাভাইরাস মোকাবিলার ক্ষেত্রে প্রেসিডেন্ট সি দারুণ নেতৃত্ব দিয়েছেন। চীন ঘানাসহ বিশ্বের অনেক দেশকে সাহায্য করেছে এবং আন্তর্জাতিক সমাজের প্রশংসাও পেয়েছে। প্রেসিডেন্ট সি'র সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব সুসংহত করা, কৌশলগত সহযোগিতা জোরদার করা এবং দু'দেশের সহযোগিতা গভীরতর করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040