যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসে নতুন করে ৫৭ হাজার লোক কোভিড-১৯-এ আক্রান্ত
  2020-07-05 19:07:48  cri
জুলাই ৫: গতকাল (শনিবার) যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে সেদেশে নতুন করে ৫৭৭১৮ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়। মহামারী প্রকোপের পর এটি একদিনে আক্রান্তের নতুন রেকর্ড। সেদেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে, শনিবার রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে ২৮ লাখ ৩৯ হাজার লোক কোভিড-১৯-এ আক্রান্ত হন এবং তাদের মধ্যে এক লাখ ২৯ হাজার লোক মারা যান।

সম্প্রতি আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে মার্কিন সরকারি কর্মকর্তারা এবং গণস্বাস্থ্য বিশেষজ্ঞরা জনগণের প্রতি স্বাধীনতা দিবসের ছুটিতে বাইরে কম যাওয়া, পার্টির আয়োজন না-করা, এবং পাবলিক জায়গায় মাস্ক পরার আহ্বান জানান।

এদিকে, নিউইয়র্ক টাইমস পত্রিকা জানায়, জনসমাগমের কারণে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এড়ানোর জন্য স্বাধীনতা দিবস উদযাপনে ৮০ শতাংশ আতশবাজি শো বাতিল করা হয়।

(লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040