বাংলাদেশে করোনায় মৃত্যু ২ হাজার ছাড়িয়েছে
  2020-07-05 19:17:41  cri
দেশে করোনায় মৃত্যু ২ হাজারের কোঠা পার করলো। রোববার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় করোনায় ৫৫ জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫২ জনে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৮ জন। এতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৪১৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ সব তথ্য জানানো হয়েছে। নতুন ১ হাজার ৯০৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৭২ হাজার ৬২৫ জন। এছাড়া করোনা উপসর্গে খুলনা, বগুড়া, গোপালগঞ্জ, কুমিল্লা, মাগুরা ও দিনাজপুরে ১৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, রাজধানীর ওয়ারীতে দ্বিতীয় দিনের মতো চলছে লকডাউন। বেশিরভাগ এলাকাবাসী লকডাউন মানলেও কেউ কেউ নানা অজুহাতে বের হবার চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটকে দিচ্ছেন। সংক্রমণ রোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও চলছে ১৪ দিনের লকডাউন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040