পম্পেও মার্কিন জনগণকে নিয়ে কোন দিকে যেতে চান?: সিআরআই সম্পাদকীয়
  2020-07-05 19:54:44  cri
জুলাই ৫: শনিবার ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। তবে দেশটিতে টানা তিন দিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়ায়। এর সঙ্গে যুক্তরাষ্ট্রে বেশ কয়েক জায়গায় বর্ণবৈষম্য ও পুলিশের অতিরিক্ত বল প্রয়োগবিরোধী প্রতিবাদ-সমাবেশ অব্যাহত আছে। যুক্তরাষ্ট্রের এই স্বাধীনতা দিবস এমন বিশেষ হওয়ার কারণ সরকারের ভুল নীতি। মার্কিন নেটব্যবহারকারীরা নিন্দা জানিয়ে বলেন যে, পম্পেও-র মতো মার্কিন রাজনীতিকরা যেন 'ঘুমিয়ে গাড়ি চালানো ড্রাইভার'। এরা যুক্তরাষ্ট্রকে কোন দিকে নিয়ে যাবে?

সত্যি কথা বলতে কি, দেশের ভাইরাসের মহামারী এবং বর্ণবৈষম্যসহ বিভিন্ন সমস্যা সম্পর্কে পম্পেও যেন কিছুই জানেন না। অন্য দেশের বিরুদ্ধে বার বার মিথ্যাচার করতেই তিনি ব্যস্ত। তিনি চীনের বিরোধিতা করার মাধ্যমে নিজের রাজনৈতিক স্বার্থ অর্জন করতে চান। সম্প্রতি তিনি আবার চীনের ক্ষমতাসীন পার্টি- কমিউনিস্ট পার্টিকে লক্ষ্য করে অভিযোগ করেছেন। তিনি চীনকে বিশ্বের জন্য 'হুমকি' হিসেবে বর্ণনা করেছেন। এমন মন্তব্য তাঁর স্নায়ুযুদ্ধকালীন চিন্তাধারার প্রতিফলন।

বিশ্বের বৃহত্তম কন্সুলেট কোম্পানি এডেলম্যানের মার্চ মাসে প্রকাশিত এক তদন্ত রিপোর্ট থেকে জানা যায়, নিজ দেশের সরকারের প্রতি ৯০ শতাংশ চীনা মানুষের আস্থা আছে। টানা তিন বছর ধরে এক্ষেত্রে চীন বিশ্বে শীর্ষে আছে। জার্মানির এক জনজরিপ সংস্থার জুন মাসে বিশ্বের ৫৩টি দেশ ও অঞ্চলে করা এক জরিপের ফলাফল থেকে জানা যায়, বিশ্বের ৯২ শতাংশ মানুষ মনে করে, করোনাভাইরাস প্রতিরোধে চীন যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক ভালো করেছে।

বস্তুত, বিশ্বের করোনাভাইরাস প্রতিরোধে কার অবদান বেশি আর কে এক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রেখে আসছে, তা সবাই বুঝতে পারে। (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040