ভারতে ৫৯টি অনলাইন চীনা অ্যাপলিকেশন বন্ধ ঘোষণা ও সামাজিক প্রতিক্রিয়া
  2020-07-06 11:25:28  cri

সম্প্রতি ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় প্রাসঙ্গিক আইন ও বিধিমালার কথা উল্লেখ করে এক ঘোষণায় জানায়, 'ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতীয় প্রতিরক্ষা, জাতীয় সুরক্ষা এবং শৃঙ্খলা রক্ষায় ৫৯টি চীনা অ্যাপ বন্ধ করা হয়েছে। এগুলো হলো- টিকটক, উইচ্যাট, উইবো এবং ইউসি ব্রাউজারের বিদেশি সংস্করণসহ নানা মোবাইল অ্যাপ্লিকেশন।

৫৪ বছর বয়সী শ্রীধর ভারতের মুম্বাইয়ের গৃহিণী। টিকটকে গুরমেট খাবারের ভিডিও পোস্ট করে তিনি কয়েক মিলিয়ন ভক্ত পেয়েছেন। শ্রীধর জনপ্রিয় হওয়ার পরে অনেক অনেক কোম্পানি তার সঙ্গে সহযোগিতা করতে চেয়েছে। তাঁর ভিডিওতে তাদের পণ্য ব্যবহার করতে বলেছিল কোম্পানিগুলো। টিকটক ভিডিও 'আনয়ন সামগ্রীর' মাধ্যমে শ্রীধর প্রতি মাসে গড়ে ৫০ হাজার রুপি আয় করতেন। আজ, ভারত সরকারের 'এক নিষেধাজ্ঞা' তার আয় বন্ধ করে দিল।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040