জাতীয় নিরাপত্তা আইনের মাধ্যমে দেশের নিরাপত্তা রক্ষা করা হবে: ক্যারি ল্যাম
  2020-07-06 14:41:15  cri

জুলাই ৬: হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক ক্যারি ল্যাম ও অন্যান্য কর্মকর্তারা গতকাল (রোববার) জানান, হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন হংকংয়ের সংশ্লিষ্ট আইন ব্যবস্থা সম্পূর্ণকরণ এবং 'এক দেশ, দুই ব্যবস্থা' রক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ। তারা এ আইন প্রণয়ন করে হংকংয়ের জনগণের সুশৃঙ্খল জীবন এবং দেশের নিরাপত্তা রক্ষায় নিজের দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করা তাদের কাছে গৌরবময় দায়িত্ব। তারা নিজের দায়িত্ব পালন করবে, হংকংয়ের জাতীয় নিরাপত্তা ব্যুরোর সঙ্গে সহযোগিতা করে হংকংয়ের শৃঙ্খলা রক্ষা করবে এবং 'এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা' রক্ষা করবে।

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসন বিভাগের পরিচালক জাং চিয়ান জুং এবং অর্থনীতি বিভাগের পরিচালক ছেন মাও পো একই মত প্রকাশ করে বলেন, হংকংয়ের স্থিতিশীলতা পুনরুদ্ধার অর্থনীতি ও বাণিজ্য উন্নয়নের ভিত্তি। জাতীয় নিরাপত্তা আইন চালু হওয়ার পর স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি হংকংয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বাড়বে।

(ইয়াং/তৌহিদ/ওয়াং)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040