সীমান্তে উত্তেজনা প্রশমনে চীন-ভারত মতৈক্য
  2020-07-06 19:19:01  cri
জুলাই ৬: সীমান্তে উত্তেজনা প্রশমনে চীন-ভারত মতৈক্য হয়েছে। গতকাল (রোববার) সন্ধ্যায় চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার দোভালের ফোনালাপে এই মতৈক্য প্রতিষ্ঠিত হয়।

ফোনালাপে ওয়াং ই বলেন, চীন-ভারত সীমান্তে গ্যালওয়ান সঙ্কীর্ণ উপত্যকার ঘটনার জন্য কে দায়ী, তা খুব স্পষ্ট। চীন নিজের সার্বভৌমত্ব এবং সীমান্ত অঞ্চলের নিরাপত্তা ও শান্তি রক্ষা করে যাবে।

ওয়াং ই জোর দিয়ে বলেন, উন্নয়ন ও সমৃদ্ধি চীন ও ভারতের শীর্ষ কর্তব্য। দু'দেশের উচিত যৌথভাবে সমস্যা সমাধান করা। ভারত চীনের সঙ্গে দু'দেশের স্বাভাবিক বিনিময় ও সহযোগিতা ত্বরান্বিত করবে এবং পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন আচরণ থেকে বিরত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ফোনালাপে দু'পক্ষ একমত হয়েছে যে, দু'দেশের নেতাদের গুরুত্বপূর্ণ সমঝোতা অনুসারে, সীমান্ত সমস্যাকে দ্বিপক্ষীয় সম্পর্কের উপযোগী অবস্থানে রাখা উচিত। দু'পক্ষ পুনরায় ঘোষণা করেছে যে, দু'দেশ বিদ্যমান চুক্তিসমূহ মেনে চলবে। পাশাপাশি, দু'পক্ষ বিশেষ প্রতিনিধি বৈঠক ব্যবস্থার মাধ্যমে বিনিময় ও জোরদার করবে, সংলাপ অব্যাহত রাখবে, যত তাড়াতাড়ি সম্ভব দু'দেশের সীমান্ত বাহিনীর প্রধানদের বৈঠকের মতৈক্য বাস্তবায়ন করবে বলেও একমত হয়। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040