সিনচিয়াং নিয়ে মাইক পম্পেও শুধু মিথ্যাচার করে যাচ্ছেন: সিআরআই সম্পাদকীয়
  2020-07-06 19:36:46  cri
জুলাই ৬: সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবারও চীনের সিনচিয়াং নিয়ে চীনকে অপবাদ দিয়েছেন। তিনি বলেন, সিনচিয়াং-এ অনেকেই আটক আছেন এবং সেখানে তাদেরকে কাজ করতে বাধ্য করা হচ্ছে। তিনি চীনের সন্ত্রাসদমন এবং চরমপন্থা নির্মূলকরণের ব্যবস্থার অবমূল্যায়ন করেছেন এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছেন। এটা চীনের সিনচিয়াং-এর সমৃদ্ধি ও স্থিতিশীলতাকে নষ্ট করার এবং চীনের উন্নয়নকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস ছাড়া আর কিছু নয়।

আসলে পম্পেওর রাজনৈতিক মিথ্যার কোনো বাস্তব প্রমাণ নেই। তথাকথিত 'প্রায় দশ লাখ উইগুর মানুষ আটক আছে' শীর্ষক খবর হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকারের সমর্থনে 'চীনের মানবাধিকার রক্ষা ওয়েবসাইট'-এর মাত্র ৮ জনের সাক্ষাত্কারের ভিত্তিতে তৈরি করা একটি মিথ্যাচার। তথাকথিত 'উইগুররা বাধ্য হয়ে কারখানায় কাজ করছে'—এমন মিথ্যাচার হল মার্কিন সরকারের আর্থিক সমর্থন পাওয়া অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠানের তৈরি।

অথচ সিনচিয়াং সমস্যা যুক্তরাষ্ট্রের মানবাধিকার, জাতি ও ধর্মের সমস্যা নয়, বরং তা সন্ত্রাসদমন ও বিচ্ছিন্নতাবাদ-বিরোধী সমস্যা। সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও চরমবাদকে নির্মূল করার জন্য চীন শিক্ষা ও কর্মসংস্থানের ওপর জোর দিয়েছে।

বর্তমানে সিনচিয়াং ইতিহাসের সবচেয়ে ভালো উন্নয়নের সময়পর্বে রয়েছে। সেখানে টানা ৪০ মাসেরও বেশি সময় ধরে কোনো সহিংস ঘটনা ঘটেনি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার নির্বাহী পরিষদের ৪৪তম সম্মেলনে ৪৬টি দেশ যৌথভাবে পুনরায় ঘোষণা করেছে যে, তারা চীনের সিনচিয়াং নীতিকে সমর্থন করে। চীনের অভিজ্ঞতা শিক্ষণীয়। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040