কোটি কোটি শিক্ষার্থী চলতি বছর চীনের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি-পরীক্ষায় অংশ নিচ্ছে: সিআরআই সম্পাদকীয়
  2020-07-07 17:07:13  cri

জুলাই ৭: আজ (মঙ্গলবার) চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি-পরীক্ষা তথা কাওখাও শুরু হয়েছে। চীনের কোটি শিক্ষার্থী তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

করোনাভাইরাসের মহামারী ঘটার পর এবারের কাওখাও হল চীনে সবচেয়ে বড় আকারের কর্মযজ্ঞ। কাওখাও-এর সুষ্ঠু আয়োজন এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষার জন্য চীন সবচেয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

চীনের রাষ্ট্রীয় স্বাস্থ্য কমিশন সম্প্রতি চলতি বছরের কাওখাও চলাকালে স্বাস্থ্য রক্ষার সুপারিশ প্রকাশ করে। শিক্ষার্থীদের জন্য মাস্ক, গ্লাভস, জীবাণুনাশক প্রস্তুত রাখার জন্য অভিভাবকদের অনুরোধ করা হয়।

চীনের বিভিন্ন জায়গায় পরীক্ষাকক্ষে ভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য বিভিন্ন ব্যবস্থাও নেওয়া হয়েছে।

১৯৭৮ সালে চীন কাওখাও ব্যবস্থা পুনরায় চালু করার পর থেকে অসংখ্য কৃষক এবং শ্রমিক পরিবারের শিক্ষার্থীরা কাওখাও-এর মাধ্যমে ভাগ্য পরিবর্তন করেছে; বিভিন্ন শিল্পের শ্রেষ্ঠ মানবসম্পদে পরিণত হয়েছে।

২০২০ সালে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণকারী এক কোটিরও বেশি শিক্ষার্থীর শুভ কামনা করি। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040