মহামারী প্রতিরোধে শাংহাই সহযোগিতা সংস্থার অনলাইন সম্মেলন শুরু
  2020-07-08 13:02:53  cri

জুলাই ৮: চীন-শাংহাই সহযোগিতা সংস্থার 'কোভিড-১৯ মহামারী প্রতিরোধে অনলাইন সম্মেলন' গতকাল (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে। চীনা চিকিত্সক ও বিশেষজ্ঞরা সংস্থার সদস্য দেশের চিকিত্সকদের সঙ্গে এই সংস্থাসহ বহুপক্ষীয় কাঠামোতে তথ্য বিনিময়ের মঞ্চ গঠন করা এবং মহামারী প্রতিরোধ ও অর্থনীতি পুনরুদ্ধারে সমর্থন দিতে একমত হয়েছেন।

সম্মেলনে চীনা চিকিত্সকরা কোভিড-১৯ রোগীদের চিকিত্সা দেওয়া, গুরুতর রোগীদের সাহায্য করা এবং ওষুধ গবেষণার তথ্য ও অভিজ্ঞতা তুলে ধরেন।

চীনা বিশেষজ্ঞ ওয়াং কুই ছিয়াং বলেন, সরকারের পক্ষ থেকে জনজীবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া খুব গুরুত্বপূর্ণ। রোগীদের গুরুতর অবস্থা প্রতিরোধের অভিজ্ঞতা আমরা জানিয়েছি।

শাংহাই সহযোগিতা সংস্থার মহাপরিচালক ভ্লাদিমির নোরোভ বলেছেন, মহামারী প্রতিরোধে চীনের হাজার হাজার চিকিত্সক সাহসের সঙ্গে নিজ দায়িত্ব পালন করেছেন। তা ছাড়া তারা বিশ্বের সঙ্গে মহামারী প্রতিরোধের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এজন্য চীনকে অনেক ধন্যবাদ জানাই।

(ইয়াং/তৌহিদ/ওয়াং)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040