বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র
  2020-07-08 14:07:21  cri
জুলাই ৮: মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় কংগ্রেসের সিনেটের কূটনৈতিক সম্পর্ক কমিটির সদস্য রবার্ট মেনেন্ডেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, আগামী বছরের ৬ জুলাই হু থেকে যুক্তরাষ্ট্রের চলে যাওয়ার সিদ্ধান্ত কার্যকর হবে এবং জাতিসংঘ মহাসচিবকে এ তথ্য জানানো হয়েছে।

হু থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার ট্রাম্প সরকারের গত কয়েক মাসের হুমকির ফলাফল। মার্কিন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ডেমোক্র্যাটিক পার্টির সদস্যরা সতর্ক করে বলেছেন যে, আমেরিকার এ সিদ্ধান্ত অদূরদর্শী, এটি বিশ্বের মহামারী প্রতিরোধের চেষ্টা ও যুক্তরাষ্ট্রে মহামারী প্রতিরোধের জন্য ক্ষতিকর।

এদিন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক বলেছেন, হু থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার তথ্য পেয়েছেন মহাসচিব।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040