তালিবানকে রাশিয়ার অর্থ দেওয়ার সংবাদ হাস্যকর: রুশ সচিব
  2020-07-08 15:26:58  cri
জুলাই ৮: রুশ ফেডারেশন নিরাপত্তা সম্মেলনের সচিব নিকোলায় প্লাতোনোভিচ পাতরুশেভ গতকাল (মঙ্গলবার) বলেন, আফগানিস্তানে মার্কিন বাহিনীর ওপর হামলা চালানোর জন্য তালিবান যোদ্ধাদের অর্থ দেওয়ার যে খবর যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা হাস্যকর। মার্কিন রাজনৈতিক মহল, আসন্ন সাধারণ নির্বাচনে জয়ী হতে, রাশিয়াকে বলির পাঠা বানানো থেকে বিরত থাকবে বলে মস্কো আশা করে।

পাতরুশেভ বলেন, রাশিয়া কখনওই তালিবানের সঙ্গে সহযোগিতা করেনি। রুশ কর্তৃপক্ষ ২০০৩ সালে তালিবানকে সশস্ত্র সংস্থা হিসেবে চিহ্নিত করে। যারা আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে জানেন না বা ইচ্ছাকৃতভাবে প্রকৃত অবস্থা বিকৃত করেন, তারা পুরস্কার দিয়ে হামলা চালানোর কথা বলতে পারে।

তিনি বলেন, রাশিয়া বরাবরই সন্ত্রাসবাদ, চরমবাদ এবং মাদকদ্রব্য পাচার দমন করতে আফগান সরকারকে সমর্থন করে আসছে। সন্ত্রাসদমনের ক্ষেত্রে সহযোগিতায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র সাফল্যও অর্জন করেছে। মার্কিন গণমাধ্যম দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি দেখাবে এবং রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক নষ্ট করার অপচেষ্টা থেকে বিরত থাকবে বলে মস্কো আশা করে।

পাতরুশেভ আরও বলেন, যত তাড়াতাড়ি সম্ভব আফগানিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের অবসান করা এবং যুদ্ধের পর পুনর্নির্মাণ নিয়ে সংলাপ শুরু করার ক্ষেত্রে বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানায় রাশিয়া। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040