চীন 'অস্ত্রবাণিজ্য-চুক্তি'-র লক্ষ্য পূরণে অবদান রাখবে: ইইউ
  2020-07-08 16:51:05  cri
জুলাই ৮: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র সংশ্লিষ্ট সংস্থা গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, 'অস্ত্রবাণিজ্য-চুক্তি'-র লক্ষ্য পূরণে অবদান রাখবে চীন।

বিবৃতিতে বলা হয়, এ চুক্তিতে চীনের যোগদান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ইইউ অন্যান্য দেশকেও, বহুপাক্ষিক কাঠামো শক্তিশালী করার জন্য, এ চুক্তিতে অংশ নিতে উত্সাহিত করে।

এর আগে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় 'অস্ত্রবাণিজ্য-চুক্তি'-তে যোগদানের জন্য সমস্ত আইনী প্রক্রিয়া সম্পন্ন করার ঘোষণা দেয়। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040