জাতিসংঘের বিভিন্ন শান্তিমিশন মানবাধিকার রক্ষায় সহায়ক: চীনের স্থায়ী প্রতিনিধি
  2020-07-08 16:52:48  cri
জুলাই ৮: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বিতর্কে বলেন, জাতিসংঘের বিভিন্ন শান্তিমিশন মানবাধিকার রক্ষা ও বিকাশে সহায়ক।

তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা না-থাকলে মানবাধিকার থাকতে পারে না। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য নিরাপত্তা পরিষদের একটি শক্তিশালী অস্ত্র হিসাবে, শান্তিরক্ষা কার্যক্রম বিভিন্ন দেশের জনগণের বেঁচে থাকা এবং মানুষের শান্তির অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন দেশের জনগণের উন্নয়নের অধিকার এবং অন্যান্য মানবাধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় পরিবেশও সৃষ্টি করে শান্তিমিশন।

চীনা প্রতিনিধি বলেন, শান্তিমিশনগুলোর উচিত বর্তমানে নভেল করোনাভাইরাস মহামারীতে আক্রান্ত দেশগুলিকে সহায়তা প্রদান করা। সাম্প্রতিক বছরগুলিতে, কিছু মিডিয়া শান্তিরক্ষীদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রকাশ করেছে। শান্তিমিশনের অভ্যন্তরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধ এবং শাস্তি প্রদান জোরদার করা উচিত।

তিনি আরও বলেন, চীন শান্তিরক্ষীদের সক্ষমতা বৃদ্ধির ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং স্থানীয় জনগণ ও সংস্কৃতির সঙ্গে তাদের বোঝাপড়া বাড়ানোর কথা বলে। মোতায়েনের আগে শান্তিরক্ষীদের কঠোর প্রশিক্ষণ দিতে হবে। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040