এফবিআই-এর বক্তব্য কি বিশ্বাসযোগ্য?: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন
  2020-07-09 14:23:53  cri

জুলাই ৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (বুধবার) বেইজিংয়ে বলেন, মার্কিন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ভুল বক্তব্য দেওয়া বন্ধ করবেন এবং চীন-মার্কিন পারস্পরিক আস্থা ও সহযোগিতার জন্য ক্ষতিকত তত্পরতা থেকে বিরত থাকবেন বলে বেইজিং আশা করে।

সম্প্রতি মার্কিন ফেডারেল তদন্ত ব্যুরো (এফবিআই)–এর প্রধান ক্রিস্টোফার রে ওয়াশিংটনে দেওয়া এক ভাষণে কয়েক বার চীনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, মার্কিন তথ্যনিরাপত্তা, মেধাস্বত্ব, ও অর্থনৈতিক জীবনীশক্তির জন্য সবচেয়ে বড় ও দীর্ঘমেয়াদী হুমকি হল চীন। এর জবাবে চাও লি চিয়ান বলেন, এফবিআই-এর কথা কি বিশ্বাস করা যায়? ক্রিস্টোফার রে-র বক্তব্য সত্যের পরিপন্থি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এতে প্রতিফলিত হয়েছে তার স্নায়ুযুদ্ধকালীন মানসিকতা পক্ষপাতদুষ্টতা। চীন এর তীব্র বিরোধিতা করে।

মুখপাত্র আরও বলেন, আন্তঃজাতীয় অপরাধ দমন একটি আন্তর্জাতিক মতৈক্য এবং বিদেশে অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিদে দেশে ফিরিয়ে আনা আইনের মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার রক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে অনেক দেশ চীনের সঙ্গে সংশ্লিষ্ট খাতে সহযোগিতা করেছে। (শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040