মহামারী মোকাবিলায় চীন-মার্কিন সহযোগিতার আহ্বান জানালেন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ
  2020-07-09 14:28:17  cri

জুলাই ৯: গতকাল (বুধবার) ঐক্যবদ্ধ হংকং তহবিলের উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি অনলাইন ফোরাম। বিশেষজ্ঞ, পন্ডিত ও সংশ্লিষ্ট মহলের ব্যক্তিরা বৈশ্বিক অর্থনীতির ওপর কোভিড-১৯ মহামারীর প্রভাব নিয়ে আলোচনা করেন। মার্কিন ইয়েল বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন গবেষক স্টিফেন রোচ ফোরামে চীন-যুক্তরাষ্ট্র সহযোগিতার মাধ্যমে কোভিড-১৯ মহামারী মোকাবিলার আহ্বান জানান।

তিনি বলেন, মহামারীর কারণে বিশ্ব অর্থনীতি গভীর পতনের সম্মুখীন। মহামারীর পর অর্থনীতির প্রবৃদ্ধি হবে ডব্লিউ আকারের এবং অর্থনীতি পুনরুদ্ধারে দেখা দেবে নানান বাধাবিপত্তি। এ অবস্থায়, সকল দেশ ও অঞ্চলের ঐক্যবদ্ধ অংশগ্রহণ দরকার।

রোচ মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণে চীনের পদ্ধতির প্রশংসা করেন। তিনি বলেন, যদিও যুক্তরাষ্ট্র চীনের ব্যবস্থা হুবহু অনুকরণ করতে পারে না, তবুও চীনের বৈজ্ঞানিক পদ্ধতি থেকে শিখতে পারে যুক্তরাষ্ট্র। তিনি জোর দিয়ে বলেন, একটি দেশ এককভাবে ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে পারে না। বৈজ্ঞানিক গবেষণা ও গণস্বাস্থ্যসহ নানান ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্রের উচিত সহযোগিতা করা এবং টিকা-গবেষণায় দু'দেশের বিজ্ঞানীদের উচিত সহযোগিতা করা। (শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040