চীন-যুক্তরাষ্ট্র তথ্যমাধ্যম থিংকট্যাঙ্ক ভিডিও-ফোরাম অনুষ্ঠিত
  2020-07-09 14:33:23  cri

জুলাই ৯: চীন-যুক্তরাষ্ট্র তথ্যমাধ্যম থিংকট্যাঙ্ক ভিডিও-ফোরাম আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোরামে বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত নয় পরস্পরকে পরিবর্তন করার চেষ্টা করা। দু'দেশকে ভিন্ন ব্যবস্থা ও সভ্যতার শান্তিপূর্ণ সহাবস্থানে উপায় খুঁজে বের করতে হবে।

ওয়াং ই বলেন, চীন চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের পথে অবিচল থাকবে এবং এটা চীনের অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ ও চীনা জনগণের সিদ্ধান্ত। কয়েক বার আন্তর্জাতিক সংস্থার জনমত জরিপের ফলাফলে দেখা যায়, সিপিসি ও চীনা সরকারের গণসমর্থন বিশ্বের যে কোনো পার্টি ও সরকারের চেয়ে বেশি। কোনো বিদেশি শক্তি বা দেশের উচিত নয় চীনের জনগণের সিদ্ধান্তকে পরিবর্তন করার চেষ্টা করা। (শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040