'মার্কিন স্টাইলের মানবাধিকার আসলে ভণ্ডামি'
  2020-07-09 16:54:12  cri
জুলাই ৯: চীনের মানবাধিকার গবেষণা সমিতি আজ (বৃহস্পতিবার) 'অভিবাসীদের বিরুদ্ধে গুরুতর বৈষম্য ও নিষ্ঠুর আচরণ মার্কিন স্টাইলের মানবাধিকারের ভণ্ডামির বহিঃপ্রকাশ' শীর্ষক প্রবন্ধ প্রকাশ করেছে। প্রবন্ধে বিপুল তথ্য-প্রমাণের সাহায্যে অভিবাসীদের বিরুদ্ধে মার্কিন সরকারের বৈষম্যপূর্ণ ও নিষ্ঠুর আচরণ তুলে ধরা হয়।

প্রবন্ধে মনে করা হয়, যুক্তরাষ্ট্র হল বাইরের অভিবাসী এবং তাদের বংশধরদের নিয়ে গঠিত একটি দেশ। তবে অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ধর্মীয় বৈষম্য, সাংস্কৃতিক পক্ষপাতিত্ব এবং বর্ণবৈষম্যের দিন দিন অবনতি ঘটছে। অভিবাসীরা যুক্তরাষ্ট্রের উন্নয়নের জন্য বিরাট অবদান রেখেছে ও রাখছে। অথচ এখন তাদেরকে দেশের রাজনৈতিক ব্যবস্থার জন্য হুমকি ও দেশের জন্য বোঝা মনে করা হচ্ছে।

প্রবন্ধে আরও বলা হয়েছে, ২০২০ সালে করোনাভাইরাসের মহামারী ঘটার পর থেকে মার্কিন সরকার ভাইরাসের প্রতিরোধে ব্যর্থ হওয়ার কারণে দেশের অবস্থা সবচেয়ে খারাপ হয়। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আটকে রাখার জায়গায় ভাইরাস ঠেকাতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। মার্কিন সরকার মহামারীর মধ্যেই অনেক অবৈধ অভিবাসীকে প্রত্যর্পনও করেছে। এর ফলে মধ্য-আমেরিকার মহামারী পরিস্থিতি গুরুতর হয়েছে। যুক্তরাষ্ট্র অভিবাসীদের অধিকার, বিশেষ করে অভিবাসী শিশুদের অধিকার লঙ্ঘন করে বিশ্বব্যাপী সমালোচিত হয়েছে।

(শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040