বিদেশি শিক্ষার্থী ইস্যুতে মার্কিন সরকারের বিরুদ্ধে হার্ভার্ড ও এমআইটি-র মামলা
  2020-07-09 17:29:10  cri
জুলাই ৯: যুক্তরাষ্ট্রের নামকরা দুটি শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড ও এমআইটি গতকাল (বুধবার) বিদেশি শিক্ষার্থী ইস্যুতে মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় বলা হয়, সম্প্রতি মার্কিন ফেডারেল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য যে নতুন ভিসাবিধি প্রণয়ন করেছে তা সম্পূর্ণ অযৌক্তিক।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লরেন্স ব্যাকো একটি খোলা চিঠিতে বলেন, নতুন বিধি শিক্ষার্থী ও কর্মীদের স্বাস্থ্যনিরাপত্তাকে উপেক্ষা করে ক্লাস পুনরায় শুরু করতে বিশ্ববিদ্যালয়ের ওপর চাপ সৃষ্টি করবে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন অঙ্গরাজ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় চারূর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার তাগিদও দিচ্ছেন। গতকাল (বুধবার) তিনি এক টুইটে বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুলে দেওয়া না-হলে ফেডারেল বরাদ্দ বাতিল হতে পারে।

সম্প্রতি মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপ সৃষ্টির জন্য, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) একটি নোটিশ জারি করে। এতে বলা হয়, চলতি বছরের পরবর্তী সেমিস্টারে বিদেশি শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইন কোর্স নিলে আমেরিকায় অবস্থান করতে পারবে না। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040