চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপের সব চ্যানেল খুলে দেওয়া প্রয়োজন: ওয়াং ই
  2020-07-09 17:30:19  cri
জুলাই ৯: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চীন-মার্কিন থিঙ্কট্যাঙ্ক মিডিয়া ভিডিও-ফোরামে দেওয়া এক ভাষণে বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপের সব চ্যানেল খুলে দেওয়া উচিত এবং দু'দেশের উচিত মহামারী মোকাবিলায় সহযোগিতা করা।

ওয়াং ই বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে চীন-মার্কিন সম্পর্ক বর্তমানে সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি। চীন-মার্কিন সম্পর্ককে সঠিক স্থানে ফিরিয়ে আনা কেবল দুই দেশের জনগণের স্বার্থের সাথেই ঘনিষ্ঠভাবে জড়িত নয়, বরং বিশ্ব ও মানবতার সাধারণ ভবিষ্যতের সাথেও সম্পর্কিত। যুক্তরাষ্ট্রের উচিত চীনকে বোঝার চেষ্টা করা এবং আরও যুক্তিসঙ্গত ও বাস্তব চীননীতি প্রণয়ন করা।

তিনি আরও বলেন, প্রথমত, সংলাপের সকল চ্যানেল খুলে দিতে হবে; দ্বিতীয়ত, সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র ও মতভেদগুলো নির্ণয় করতে হবে; তৃতীয়য়, মহামারী মোকাবিলায় দু'দেশের সহযোগিতার ওপর গুরুত্ব দিতে হবে। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040