শ্রমবাজার পুনরুদ্ধারে সংহতির প্রতি গুরুত্বারোপ আন্তর্জাতিক শ্রম সংস্থার বৈশ্বিক শীর্ষ সম্মেলনে
  2020-07-09 18:08:43  cri
জুলাই ৯: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিস গতকাল (বুধবার) আন্তর্জাতিক শ্রম সংস্থার বৈশ্বিক শীর্ষ সম্মেলনে দেওয়া এক ভিডিও-বক্তৃতায় শ্রমবাজারে নভেল করোনাভাইরাস মহামারীর প্রভাব মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিশ্বের সকল দেশকে আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমানে কিছু দেশ নভেল করোনাভাইরাস মহামারীর সবচেয়ে কঠিন সময় পার করছে এবং কিছু দেশ মহামারীর প্রত্যাবর্তনের ঝুঁকির মধ্যে অর্থনীতি পুনরায় চালু করার চেষ্টা করছে। অথচ স্বাস্থ্য সব ধরনের অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পর্কিত। কোনও দেশই এককভাবে সংকট সমাধান করতে পারে না। এখন বিশ্ব সংহতি জরুরি।

একই দিনে ভিডিও-সম্মেলনে ৫০ জনেরও বেশি সরকারপ্রধান, প্রতিনিধি ও ট্রেড ইউনিয়ন নেতা শ্রমবাজারের ওপর নভেল করোনাভাইরাস মহামারীর প্রভাব ও প্রতিরোধ নিয়ে আলোচনা করেন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেন, নভেল করোনাভাইরাস মহামারী মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে কাজ করতে হবে। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040