'সিনচিয়াংয়ে উইগুরসহ কোনো জাতির মানুষের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা নেই'
  2020-07-18 18:49:24  cri
জুলাই ১৮: চীনের সিনচিয়াংয়ে উইগুর জাতিসহ কোনো জাতির মানুষের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করেনি সরকার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রকাশিত সংশ্লিষ্ট এক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে গতকাল (শুক্রবার) সিনচিয়াংয়ের গণনিরাপত্তা বিভাগের উপমহাপরিচালক ইয়ালিখুন ইয়যাকুফু এ কথা বলেন।

তিনি বলেন, চীনের আইনের শাসন কার্যকর। দেশটি জনগণের স্বাধীনতা ও ইমিগ্রেশনসহ নানা অধিকার রক্ষা করে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে-কোনো ব্যক্তি সিনচিয়াংয়ে প্রবেশ করতে পারেন বা এখান থেকে বাইরে যেতে পারেন। শর্ত একটাই: ব্যক্তিকে নিরপরাধ হতে হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের উক্ত প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে, চীনের সিনচিয়াংয়ে সংখ্যালঘু জাতির লোকদের পাসপোর্ট আটকে রাখা হয়েছে এবং প্রবাসী সিচিয়াংবাসীদেরকে নতুন পাসপোর্ট দেওয়া হচ্ছে না। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040