যুক্তরাষ্ট্রের কল্পিত সিনচিয়াং নয়, প্রকৃত সিনচিয়াং দেখুন
  2020-07-19 16:34:54  cri
রেডিও ফ্রি এশিয়ার উদ্ধৃতি দিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সিচিয়াংয়ের প্রশিক্ষণকেন্দ্রে শিক্ষার্থীদের নির্যাতন করা হয়। বেশকিছু লোক নিখোঁজও রয়েছেন। এ প্রসঙ্গে সম্প্রতি সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পৌর সরকার বলেছে, এ অভিযোগকারীরা তথাকথিত 'পূর্ব তুর্কিস্তান' আন্দোলনের চমরপন্থী বা যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের লালিত খলনায়ক। তাদের পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের কাছ থেকেই এর সত্যতা জানা সম্ভব। জানা গেছে, রেডিও ফ্রি এশিয়া যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের অনুমোদনে প্রতিষ্ঠিত হয়। প্রতিবছর মার্কিন পার্লামেন্ট এ রেডিওকে অর্থ বরাদ্দ দিয়ে থাকে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040