চীনের বিভিন্ন অঞ্চলে জীবন স্বাভাবিক হয়ে উঠছে
  2020-07-20 11:23:23  cri

জুলাই ২০: আজ (সোমবার) থেকে বেইজিংয়ের জনস্বাস্থ্য জরুরি অবস্থা দ্বিতীয় পর্যায় থেকে নেমে তৃতীয় পর্যায়ে নামানো হয়েছে। পার্ক, যাদুঘর এবং ক্রীড়া প্রতিযোগিতার স্থানে জনসমাগমের ইভেন্টগুলোতে মানুষের উপস্থিতি বাড়ছে। তা ছাড়া, গোটা চীনে নিম্ন ঝুঁকির অঞ্চলে সোমবার থেকে সিনেমা হলগুলো খুলে দেওয়া হবে।

বেইজিং পৌর সরকারের উপ-মহাপরিচালক ছেন পেই জানান, জরুরি অবস্থা তৃতীয় পর্যায়ে নামলে পার্ক, জিম, গ্রন্থাগার, যাদুঘর ইত্যাদি অঞ্চলে স্বাভাবিক অবস্থার তুলনায় অর্ধেক মানুষ প্রবেশ করতে পারবে। তা ছাড়া, জরুরি মোকাবিলা ব্যবস্থা গ্রহণের শর্তে ৫শ' জনের সম্মেলন আয়োজন করা যাবে।

জাতীয় স্বাস্থ্য কমিটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ পরামর্শ কমিটির সদস্য উ হান জানান, সিনেমা হল খুললেও সেখানে প্রবেশের সময় দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরতে হবে। তা ছাড়া, হ্যান্ড সেনিটাইজার থাকলে সঙ্গে রাখা ভাল।

তা ছাড়া, বিভিন্ন অঞ্চলের পর্যটনও ধীরে ধীরে চালু হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা দূরত্ব বজায় রাখা এবং আলাদাভাবে খাবার খাওয়ার বিষয়ে জনগণকে সতর্ক করছেন।

(ইয়াং/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040