হংকংয়ে কোভিড-১৯ ফের গুরুতর হয়ে উঠেছে, নতুন প্রতিরোধ ব্যবস্থা ঘোষণা
  2020-07-20 14:49:44  cri

জুলাই ২০: গত শনিবার হংকংয়ে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ১০৮জন বৃদ্ধি পেয়েছে। রোববার হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের গভর্নর ক্যারি ল্যাম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বর্তমান মহামারী পরিস্থিতি পুনরায় গুরুতর হয়ে উঠেছে, এজন্য আরও কঠোর প্রতিরোধব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, জুলাই মাস থেকে নতুন করে মানুষ আক্রান্ত হচ্ছে। বিগত দুই সপ্তাহে মোট ৫১৯জন আক্রান্ত হয়েছে এবং এ অবস্থা এখনো নিয়ন্ত্রণে আসেনি।

তিনি বলেন, নতুন প্রতিরোধব্যবস্থার আওতায় বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকার সোমবার থেকে শুধু জরুরি ও খুব প্রয়োজনীয় সেবা প্রদান করবে এবং হংকংয়ে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে। তা ছাড়া, কমিউনিটির মধ্যে আইসোলেশনের ব্যবস্থাও করা হবে।

(ইয়াং/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040