সি চিন পিং'র কূটনৈতিক চিন্তাভাবনাবিষয়ক গবেষণাকেন্দ্র বেইজিংয়ে প্রতিষ্ঠিত
  2020-07-20 16:19:53  cri

জুলাই ২০: আজ (সোমবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং'র কূটনৈতিক চিন্তাভাবনাবিষয়ক গবেষণাকেন্দ্র বেইজিংয়ে প্রতিষ্ঠিত হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যাগে চীনের আন্তর্জাতিক ইস্যু একাডেমি এ কেন্দ্র প্রতিষ্ঠা করে। এর লক্ষ্য সি চিন পিং'র কূচনৈতিক চিন্তাভাবনা নিয়ে গবেষণা করা এবং নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় কূটনীতিতে এ চিন্তাধারাকে কাজে লাগানো।

চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ কেন্দ্র উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াং ই বলেন, মহান যুগে মহান চিন্তাভাবনার জন্ম হয়। সিপিসি'র অষ্টাদশ কংগ্রেসের পর থেকে সাধারণ সম্পাদক সি চিন পিং মহান কৌশলী'র দূরদর্শিতার মাধ্যমে, মানবজাতির উন্নয়নের নিয়মকানুন আয়ত্ত করে, চীনের বৈশিষ্ট্যসম্পন্ন ও যৌগিক চেতনামূলক নতুন তত্ত্ব উত্থাপন করেন। যার ফলে নতুন যুগে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক কূটনৈতিক চিন্তাভাবনা গড়ে উঠছে।

ওয়াং ই আরও বলেন, সি চিন পিং'র কূটনৈতিক চিন্তাভাবনা সি চিন পিং'র নতুন যুগে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তাভাবনার গুরুত্বপূর্ণ অংশ। আর কূটনৈতিক কার্যক্রম চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। সি চিন পিং-কে কেন্দ্র করে সিপিসি'র কেন্দ্রীয় কমিটি চীন জাতির পুনরুত্থানের কৌশল এবং বৈশ্বিক পরিবর্তন ও চীনের নতুন যুগের লক্ষণের ভিত্তিতে চীনের কূটনীতি নিয়ে কৌশলগত পরিকল্পনা করেছে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040