আগামী বছর থেকে ১০ জানুয়ারি পালিত হবে 'চীনা পুলিশ দিবস' হিসেবে
  2020-07-21 18:28:29  cri
জুলাই ২১: আগামী ২০২১ সাল থেকে প্রতিবছরের ১০ জানুয়ারি পালিত হবে 'চীনা পুলিশ দিবস' হিসেবে। সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি বিষয়টির অনুমোদন দিয়েছে। চীনা পুলিশের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধি এবং পার্টি ও জনগণের প্রতি তাদের দায়িত্ব পালনকে উত্সাহিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর এ পর্যন্ত দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় ১৪ হাজার পুলিশসদস্য প্রাণ উত্সর্গ করেছেন। পাশাপাশি, এক লাখেরও বেশি পুলিশসদস্য কমবেশি আহত হয়েছেন। এ পর্যন্ত চীন সরকার ৩৭০০ জন পুলিশসদস্যকে 'বীর' হিসেবে স্বীকৃতি দিয়েছে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040