চলতি বছরের প্রথমার্ধে চীনে ৫৬.৪ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে
  2020-07-21 19:09:36  cri
জুলাই ২১: গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত গোটা চীনে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় ৫৬.৪ লাখ, যা পুরো বছরের লক্ষ্যমাত্রার ৬২.৭ শতাংশ। চীনের জনশক্তি ও সামাজিক নিশ্চয়তা মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানায়।

মন্ত্রণালয় জানায়, বছরের প্রথমার্ধে চীনে কর্মসংস্থান পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়। এজন্য বিভিন্ন ব্যবস্থাও গ্রহণ করা হয়। বিশেষ করে, বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী ও গ্রাম ছেড়ে শহরে চাকরি খুঁজতে আসা শ্রমিকদের কর্মসংস্থানের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ক্ষেত্র, অঞ্চল ও সম্প্রদায়ের কর্মসংস্থানের ওপরও গুরুত্বারোপ করে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040