চীন এখনও বিনিয়োগের জন্য অত্যন্ত আকর্ষণীয় স্থান: সিআরআই সম্পাদকীয়
  2020-07-21 19:14:14  cri
জুলাই ২১: জার্মান ভক্সওয়াগেন গ্রুপ চলতি বছর চীনে ৪০০ কোটি ইউরো বিনিয়োগ করবে। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে এ তথ্য জানিয়েছেন গ্রুপটির নির্বাহী কর্মকর্তা স্টিফান ভোলেস্টাইন। তিনি বলেন, চীনা বাজার আরও উন্মুক্ত হওয়ায় ভক্সওয়াগেন গ্রুপের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। তার সঙ্গে একই মত প্রকাশ করেন আরও কয়েকজন আন্তঃদেশীয় গ্রুপের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ। গত কয়েক মাসে কুয়ালকম, এক্সন মোবিল, পেপসিসহ বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান চীনে নিজেদের ব্যবসা সম্প্রসারণের গতি বাড়িয়েছে।

কোভিড-১৯ সংক্রমণের প্রভাবে বর্তমানে বিশ্বব্যাপী বিনিয়োগ হ্রাস পাচ্ছে। জাতিসংঘের বাণিজ্যিক উন্নয়ন সংস্থা (আঙ্কটাড)-এর পুর্বাভাস অনুযায়ী, ২০২০-২০২১ সালে বিশ্বব্যাপী বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) ৩০-৪০ শতাংশ কমতে পারে। অথচ চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের এফডিআই ৮.৪ শতাংশ বেড়েছে। এর মানে, চীন এখনও বিশ্বে বিনিয়োগের আকর্ষণীয় দেশ হিসেবে গণ্য হচ্ছে। চীনের ওপর কোভিড-১৯ মহামারীর প্রভাব অস্থায়ী।

বর্তমানে চীন ধীরে ধীরে কোভিড-১৯ মহামারীর ছায়া থেকে বের হয়ে আসছে; দেশটির অর্থনীতিও স্থিতিশীলভাবে পুনরুদ্ধার হচ্ছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের জিডিপির প্রবৃদ্ধি ছিল ৩.২ শতাংশ। সিপিআইসহ বিভিন্ন অর্থনৈতিক সূচকও এসময় স্থিতিশীল ছিল ও আছে, যা বিনিয়োগ আকর্ষণে সহায়তা করছে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040