'পীচ গার্ডেন'
  2020-08-10 14:43:20  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে মঙ্গোলীয় জাতির কন্ঠশিল্পী আইউনকা'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৮৯ সালের ২৩ অক্টোবর ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের এর্দোসের এতোকে বান্নারে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, গীতিনাটকের অভিনেতা, চলচ্চিত্রের অভিনেতা। তিনি বেইজিং ড্যান্স একাডেমি থেকে স্নাতক হন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'পীচ গার্ডেন' শীর্ষক গান। গানটি গত ১২ জুলাই প্রকাশিত হয়। গানটি হলো একটি মোবাইল গেমসের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আইউনকা'র কন্ঠে 'পীচ গার্ডেন' শীর্ষক গান। ২০১২ সালে তিনি গীতিনাটকের প্রধান অভিনেতা হিসেবে পারফর্ম করেন। ২০১৩ সালে তিনি তৃতীয় যুব সংগীত প্রতিযোগিতায় ইনার মঙ্গোলিয়ায় প্রথম স্থান পান। ২০১৪ সালে তিনি জাতীয় ভোকাল প্রতিযোগিতা 'ওয়েনহুয়া পুরস্কার'-এর পপ সংগীত ইভেন্টে তৃতীয় স্থান পেয়েছেন। একই বছরে তিনি আনহুই প্রদেশের টিভি কেন্দ্রের 'সুপার মিস্টার'-এর পুরস্কার এবং সিসিটিভি'র উদ্যোগে একটি সংগীত প্রতিযোগিতার দ্বিতীয় স্থান লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'বাতাসে পর্যটক' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আইউনকা'র কন্ঠে 'বাতাসে পর্যটক' শীর্ষক গান। ২০১৬ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন এবং প্রথম ওয়েবসাইট চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৭ সালে তিনি গীতিনাটকে অভিনয় করেন। একই বছর তিনি সিসিটিভি ১৫ চ্যানেল আয়োজিত সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। ২০১৮ সালে তিনি টিভি সিরিজে অভিনয় করেন। একই বছরে তিনি হুনান প্রদেশের সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'বাড়ি' শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। গানটিতে মঙ্গোলীয় জাতির সংগীতের বৈশিষ্ট্য দেখা যায়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আইউনকা'র কন্ঠে 'বাড়ি' শীর্ষক গান। ২০১৯ সালে তিনি পুনরায় সিসিটিভি'র বসন্ত উত্সবের অনুষ্ঠানে গান পরিবেশন করেন। একই বছরে তিনি হুনান টিভি কেন্দ্রের সংগীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান পান। একই বছরের অক্টোবরে তিনি নাটকে অভিনয় করেন। এ বছরে তিনি শাংহাই আন্তর্জাতিক গীতিনাটকের প্রমোশনাল রাষ্ট্রদূতের মর্যাদা লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'প্রেমিকের অভিশাপ' শীর্ষক গান। গানটি গত জুন মাসে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আইউনকা'র কন্ঠে 'প্রেমিকের অভিশাপ' শীর্ষক গান। ২০২০ সালে তিনি তৃতীয়বারের মতো সিসিটিভি'র আয়োজিত বসন্ত উত্সবের অনুষ্ঠানে গান পরিবেশন করেন। একই বছরের জুলাই মাসে তিনি নিজের প্রথম গীতিনাটক অ্যালবাম প্রকাশ করেন। ছোটবেলায় তিনি ইনার মঙ্গোলিয়ার তৃণভূমিতে ছাগল পালন করতেন এবং গান গাইতেন। তিনি বেইজিং ডান্স একাডেমির গীতিনাটক বিভাগ থেকে স্নাতক হন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'এ চায়নিজ গোস্ট স্টোরি' শীর্ষক গান। গানটি একটি চলচ্চিত্রের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আইউনগা'র কন্ঠে 'এ চায়নিজ গোস্ট স্টোরি' শীর্ষক গান। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তিনি গীতিনাটকে অভিনয় শুরু করেন। এরপর তিনি বেইজিং অপেরা এবং নৃত্য থিয়েটারে কাজ শুরু করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'সবাই রাতে ফিরে আসি' শীর্ষক গান। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। গানটি একটি চলচ্চিত্রের থিম সং। আইউনকা কন্ঠশিল্পী চেং ইউন লংয়ের সঙ্গে গানটি গেয়েছেন। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040