উ ই ফান
  2020-08-28 16:32:53  cri

উ ই ফান, ১৯৯০ সালের ৬ নভেম্বর চীনের কুয়াং তুং প্রদেশের কুয়াং চৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন একজন পপ-গায়ক। একই সঙ্গে একজন অভিনেতাও বটে।

২০০৭ সালে উ ই ফান দক্ষিণ কোরিয়ার এস এম বিনোদন কোম্পানিতে যোগ দিয়ে এই কোম্পানির একজন শিল্পী হন।

২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি ইএক্সও সঙ্গীত ব্যান্ডের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে প্রবেশ করেন।

২০১৪ সালে উ ই ফান নিজের প্রথম চলচ্চিত্র 'আমাদের দু'জনের পরিচিত জায়গা'-তে অভিনয় করেন। তিনি এই চলচ্চিত্রের জন্য থিম সং 'অল অব মি' গেয়েছেন।

২০১৪ সালের ৬ নভেম্বর, উ ই ফান স্বরচিত গান 'একটি জায়গা' প্রকাশ করেন। ২০১৫ সালের ১৫ জানুয়ারি, তিনি চলচ্চিত্র 'লেজওয়ালা সুন্দরী'-তে অভিনয় করেন। আর একই বছরের ১০ ফেব্রুয়ারি তাঁর প্রথম চলচ্চিত্র 'আমাদের দু'জনের পরিচিত জায়গা' সিনেমাহলে মুক্তি পায়। এর বক্স অফিস আয় ২৮ কোটি ইউয়ানেরও বেশি।

২০১৫ সালের ৯ মে, উ ই ফা ২২তম বেইজিং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী চলচ্চিত্র উত্সবের শ্রেষ্ঠ নতুন অভিনেতার মনোনোয়ন পান। একই বছরের ১৯ মে, উ ই ফান তৃতীয় লন্ডন আন্তর্জাতিক চীনা ভাষা চলচ্চিত্র উত্সবের শ্রেষ্ঠ নতুন অভিনেতার পুরস্কার পান।

২০১৫ সালের ৬ নভেম্বর উ ই ফানের প্রথম স্বরচিত অ্যালবাম 'ব্যাড গার্ল' প্রকাশিত হয়। একই দিন 'ফ্যান্টাস্টিক উ ই ফান, ২০১৫' নামের কনসার্ট আয়োজন করেন তিনি।

২০১৬ সালের ২৯ এপ্রিল, বিশ্ব ইন্টারনেট পুরস্কার প্রদান করা হয়। উ ই ফান এতে সবচেয়ে জনপ্রিয় অভিনেতার পুরস্কার পান।

২০১৬ সালের ৮ জুলাই, উ ই ফানের অভিনয় করা চলচ্চিত্র 'যৌবন: তুমিও এখানে আছো' মুক্তি পায়। এর বক্স অফিস আয় ৩৩ কোটি ইউয়ানেরও বেশি। একই বছরের ২৭ সেপ্টেম্বর ২০১৬ সালের এশিয়া নতুন গানের পুরস্কার প্রদান করা হয়। উ ই ফান সবচেয়ে প্রভাবশালী পুরুষ কন্ঠশিল্পীর পুরস্কার পান।

২০১৬ সালের ৪ নভেম্বর উ ই ফানের নতুন ইংরেজি গান 'জুলাই' রিলিজ হয়। একই মাসের ৬ তারিখে উ ই ফান শাংহাইয়ে নিজের নতুন গানের জন্য কনসার্ট আয়োজন করেন।

২০১৭ সালের ফ্রেব্রুয়ারি মাসে উ ই ফানের অভিনয় করা 'পশ্চিম যাত্রা'-এর বক্স অফিস আয় ১.৬ বিলিয়ন ই্‌উয়ান ছাড়িয়ে যায়। একই বছরের অক্টোবর মাসে তিনি এবং মার্কিন কন্ঠশিল্পী ট্র্যাভিস স্কট একসঙ্গে 'ডিজার্ভ' গানটি গেয়েছেন।

২০১৮ সালের মে মাসে, উ ই ফানের গান 'লাইক দ্যাট' যুক্তরাষ্ট্রের 'বিলবোর্ড হট ১০০' তালিকার ৭৩তম স্থান পায়। তিনি এই তালিকায় স্থান পাওয়া প্রথম চীনা কন্ঠশিল্পী।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী উ ই ফানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040