বেইজিং আন্তর্জাতিক বইমেলা প্রথমবারের মতো অনলাইনে অনুষ্ঠিত হবে
  2020-09-08 16:15:21  cri
মহামারী স্বাভাবিক করার নতুন চ্যালেঞ্জের প্রতিক্রিয়া হিসাবে, বেইজিং আন্তর্জাতিক বইমেলা (বিআইবিএফ) এ বছর প্রথমবারের মতো অনলাইনে অনুষ্ঠিত হবে। আগামী ২৬ সেপ্টেম্বর ক্লাউড বইমেলা অনুষ্ঠিত হবে। এবার ক্লাউড বইমেলায় প্রায় ৭০টি দেশ ও অঞ্চল থেকে হাজার হাজার প্রদর্শনী তুলে ধরা হবে এবং আশা করা যায় যে, মেলার সময় ৪ লাখ বই প্রদর্শিত হবে। বেইজিং আন্তর্জাতিক বইমেলার আয়োজক কমিটি গত মার্চ মাস থেকে ক্লাউড প্ল্যাটফর্মের ওয়েব এবং অ্যাপ্লিকেশন টার্মিনালের বিকাশ শুরু করে এবং বিশ্বজুড়ে প্রকাশনা সংস্থাগুলোকে বিনামূল্যে প্রদর্শনীর জন্য নিবন্ধনে আমন্ত্রণ জানায়। ক্লাউড বুক ফেয়ারের আয়োজক দেশি এবং বিদেশি শিল্প অংশীদারদের অনেক স্বীকৃতি পায়। চীনা বই আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রের পরিচালক লি উয়েই বলেন, বর্তমানে আমাদের ২০২০ বিআইবিএফ ক্লাউড বুক ফেয়ারে অংশ নিতে ৬৮টি দেশ ও অঞ্চল থেকে এক হাজারেরও বেশি দেশি ও বিদেশি প্রকাশনা সংস্থা রেজিস্ট্রেশন করেছে। ২২টি বিশ্ব প্রকাশনা সংস্থা যেমন স্প্রঞ্জার (প্রেস), এলসেভিয়ার (প্রেস), কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (প্রেস) ইত্যাদি এ প্রদর্শনীর জন্য সাইন আপ করেছে। "ইন্টারনেট + ক্লাউড প্ল্যাটফর্ম" এর সহায়তায়, এ বছরের ক্লাউড বইমেলা সর্ব-আবহাওয়া অনলাইন প্রচার, বাণিজ্য ডকিং এবং অনলাইন আলোচনার মতো পরিষেবা সরবরাহ করে, চীনা ও বিদেশি প্রকাশনা সংস্থাগুলিকে অনলাইনে সূক্ষ্ম বই প্রদর্শন এবং কপিরাইট বাণিজ্যিক আলোচনার অনুমতি দেয়। পূর্ববর্তী সংস্করণের সাথে তুলনা করে, ক্লাউড বুক ফেয়ার, নতুন প্রজন্মের তথ্য প্রযুক্তি ব্যবহার করে, "নতুন অতিথিদের" আকর্ষণ করেছে।

এ বছর নতুন অংশগ্রহণকারী দেশগুলো হলো- যেমন উরুগুয়ে, কেপ ভার্দে ও আর্মেনিয়া। যা চীন থেকে অনেক দূরের দেশ এবং তারা আমাদের অনলাইন বইমেলায় অংশ নিতে পারবে।

এ বইমেলার অতিথি দেশ কিউবা। সে সময়, কিউবার সংস্কৃতি প্রদর্শনী, কিউবান আর্ট প্রদর্শনী, কিউবান নাইট রিডিং ইভেন্ট এবং কিউবার কপিরাইট গ্রন্থপঞ্জি প্রদর্শনী ক্লাউড বইয়ের মেলা অনুষ্ঠিত হবে, যা চীন ও কিউবার মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান এবং কপিরাইট ব্যবসা প্রচার করবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040