আজকের টপিক : চীনা শিক্ষক দিবস
  2020-09-10 15:19:17  cri


১৯৮৫ সালে চীনের ষষ্ঠ জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির নবম অধিবেশনে 'শিক্ষক দিবস' পালনের প্রস্তাব গৃহীত হয়। ফলে চীনে ১৯৮৫ সালের ১০ সেপ্টেম্বর প্রথম 'শিক্ষক দিবস' পালিত হয়। শিক্ষক দিবস চীনের ঐতিহ্যবাহী উত্সব নয়। সুতরাং, প্রতিবছর বিভিন্ন স্থানে উদ্‌যাপনী অনুষ্ঠানও ভিন্ন। এর কোনো নির্দিষ্ট ফর্ম নেই।

শিক্ষক দিবস উপলক্ষ্যে সরকার ও বিদ্যালয়গুলো শ্রেষ্ঠ শিক্ষকদের বোনাস দেয়, প্রশংসাপত্র দেয়। কিছু কিছু বিদ্যালয়ে শিক্ষকদের জন্য সংগীত ও নৃত্যের আয়োজন করা হয়। শিক্ষক দিবসের ইতিবাচক প্রভাব আছে। 'শিক্ষক দিবস' পালনের সিদ্ধান্ত প্রমাণ করে যে, শিক্ষকরা চীনে সমাজের দ্বারা সম্মানিত।

দেশের ভবিষ্যত মূলত নির্ভর করে শিক্ষকদের কাজের ওপর। প্রতিবছর শিক্ষক দিবসে, গোটা চীনের শিক্ষকরা বিভিন্ন উপায়ে তাদের এই বিশেষ দিনকে উদযাপন করেন। সরকারও তাদের অনেক সুযোগ-সুবিধা দিয়ে তাকে। শিক্ষকদের বেতন বেড়েছে, বসবাসের অবস্থা উন্নত হয়েছে। পাশাপাশি, শিক্ষাদানে শিক্ষকদের উত্সাহ দিতেও অনেক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তবে 'শিক্ষক দিবস' উপলক্ষ্যে শিক্ষকদেরকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশের নামে দুর্নীতি করার অভিযোগও আছে। কেউ কেউ এ অপরাধ করে থাকেন। তারা শিক্ষকদের নগদ অর্থ ও গিফট কার্ড দিয়ে সম্মানিত করেন। কিন্তু তাদের উদ্দেশ্য থাকে খারাপ। কোনো কোনো শিক্ষক এ ধরনের উপহার গ্রহণ করেন। আবার অনেকে তা গ্রহণ করেন না। যারা গ্রহণ করেন, তাদের কেউ কেউ আবার উপহার হিসেবেই তা গ্রহণ করেন। কিন্তু এতে অন্যের মনে সন্দেহের সৃষ্টি হয়। তাই এ ধরনের সংস্কৃতির প্রচলন না হওয়াই ভালো।

শিক্ষকরা সাধারণত সরকারি কর্মকর্তার মর্যাদা পেয়ে থাকেন। তাদের দায়িত্ব শিক্ষার্থীদের শ্রেষ্ঠ শিক্ষা দেওয়া। এক্ষেত্রে সকল শিক্ষার্থীই তাদের কাছে সমান হওয়া উচিত। সকল শিক্ষার্থীকেই সমানভাবে ট্রিট করা উচিত। আশার কথা, চীনে অধিকাংশ শিক্ষক তা করেনও বটে।

চলতি বছর চীনে মোট ১২ জন শিক্ষককে পুরষ্কৃত করা হয়েছে তাদের অসামান্য অবদানের জন্য। চীনের কেন্দ্রীয় প্রচার বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এ পুরষ্কার দিয়েছে। এবার মহামারি মোকাবিলায় বিশেষ অবদান রাখায় দু'জন শিক্ষক বিশেষ পুরষ্কার পেয়েছেন। প্রতিবছর সাধারণত ১০ জন শিক্ষককে পুরষ্কার দেওয়া হয়। তবে, এবার দেওয়া হয়েছে ১২ জন শিক্ষককে।

এ বছর প্রাথমিক পর্যায়ে বিভিন্ন এলাকা থেকে মোট ৬৬ জন শিক্ষককে পুরষ্কারের জন্য সুপারিশ করা হয়। এদের মধ্য থেকে ১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এদের মধ্যে কিন্ডারগার্টেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ের শিক্ষক রয়েছেন। দরিদ্র গ্রামাঞ্চলে শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারী একাধিক শিক্ষকও আছেন পুরষ্কারপ্রাপ্তদের তালিকায়।

চীনা শিক্ষক দিবস উপলক্ষ্যে সকল চীনা শিক্ষকসহ বিশ্বের সকল শিক্ষককে শুভেচ্ছা জানাই; তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040