সরকারের নিষ্ক্রিয়তায় কোভিড-১৯ প্রতিরোধের মূল্যবান সময় নষ্ট হয়েছে: মার্কিন সাবেক শিক্ষামন্ত্রী
  2020-09-14 16:37:35  cri

বর্তমানে যুক্তরাষ্ট্রের স্কুলগুলো ও অভিভাবক উভয় সংকটে পড়েছে। একদিকে ক্লাস পুনরায় চালু হলে কোভিড-১৯ রোগে শিক্ষার্থীদের আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দেবে। অন্যদিকে অনলাইনে শিক্ষাদান কার্যক্রমে ইন্টারনেট ও সরঞ্জামের সমস্যায় শিক্ষাদান প্রভাবিত হবে। এ প্রসঙ্গে মার্কিন সাবেক শিক্ষামন্ত্রী বলেছেন, মার্কিন সরকার গত কয়েক মাস নিষ্ক্রিয় ছিল এবং কোভিড-১৯ প্রতিরোধের মূল্যবান সময় নষ্ট করেছে। ফলে বর্তমানে এ সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও বর্তমান সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করে বলেছেন, কোভিড-১৯ মহামারি থেকে যে সত্যতা ফুটে উঠেছে, তা হলো- ক্ষমতাসীন কর্মকর্তা জানেন না যে তারা কী করছেন; তাদের অধিকাংশই দায়িত্ব পালন করছেন না।

এবার যুক্তরাষ্ট্রের বর্তমান কোভিড-১৯ মহামারি পরিস্থিতির দিকে তাকাবো।

১৩ সেপ্টেম্বর জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত মহামারীর সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, বেইজিং সময় সোমবার রাত ১টা ২৬ মিনিট পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে সনাক্ত রোগীর সংখ্যা ৬৫ লাখ ছাড়িয়েছে এবং মারা গেছেন ১৯ লাখ ৩ হাজার ৮৪৩জন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বেশি রোগী সনাক্ত হয়েছে। মার্কিন রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকেন্দ্রের (সিডিসি) পূর্বাভাস অনুযায়ী আগামী ৩ অক্টোবর পর্যন্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা ২০.৫ লাখ থেকে ২১.৭ লাখ হতে পারে।

দেশটিতে প্রতিদিন কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার সম্পর্কে বিখ্যাত মার্কিন বিশেষজ্ঞ ডক্টর ফাউচি বলেছেন- তা 'অগ্রহণযোগ্য'। গত ২ সেপ্টেম্বর এমএসএনবিসি-কে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ মহামারি পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, প্রতিদিন ৪০ হাজার রোগী বাড়ছে- যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ সংখ্যা ১০ হাজারে নিয়ন্ত্রণে করা উচিত। তবে আগামী কয়েকদিন যুক্তরাষ্ট্রে শ্রমিক দিবস চলবে। উত্সবমুখর পরিবেশে মানুষ জনস্বাস্থ্য রক্ষার নিয়মকানুন আরও বেশি উপেক্ষা করবে।

সাক্ষাত্কারে ডক্টর ফাউচি আবারও 'মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সমাবেশ এড়ানোর পরামর্শ দেন।

কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্পের উত্থাপিত 'হার্ড ইমিউনিটির' দৃঢ় বিরোধিতা করে ডক্টর ফাউচি বলেন, এতে যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষতি হবে।

মার্কিন সাবেক শিক্ষামন্ত্রী আরও বলেছেন, গত মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই ও আগস্টে মার্কিন ফেডারেল সরকারের যা করা উচিত ছিল, তা হলো- বাস্তবতা অনুযায়ী ভাইরাস প্রতিরোধের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা। প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পুনরায় ক্লাস শুরুর একমাত্র শর্ত হচ্ছে, সেসব স্থানে ভাইরাসের সংক্রমণ কমানো এবং স্কুলগুলোকে প্রতিরক্ষামূলক ব্যবস্থার আওতায় আনা। তবে দুঃখজনক হলো যে, তা করা হয় নি। ওয়াশিংটনে সবার চোখেমুখে শুধু মিথ্যাচার দেখা যায়। স্কুলগুলোতে ২০ হাজার কোটি মার্কিন ডলার অর্থ বরাদ্দ দিতে হবে। স্কুলের কর্মী, স্কুল বাসের চালকদের প্রতিরোধক পোশাক দেওয়া উচিত। সে কাজটিও করা হয় নি। ফলে স্কুল খোলা নিয়ে নানা সংকট শুরু হয়েছে। এদিকে আসন্ন শরৎকালে স্বাভাবিক ফ্লুর সময় আরও বিপদ ঘনিয়ে আসবে।

আশা করি, যুক্তরাষ্ট্র বাস্তব পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করে দেশে কোভিড-১৯ মহামারি প্রতিরোধের কাজ জোরদার করবে এবং অন্য দেশের বিরুদ্ধে দায় চাপাবে না।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040