সন্ত্রাসদমন, চরমপন্থামুক্তি ও মানবাধিকার রক্ষা বিষয়ক ফোরাম অনুষ্ঠিত
  2020-09-18 14:52:54  cri
সেপ্টেম্বর ১৮: 'সন্ত্রাসদমন, চরমপন্থামুক্তি ও মানবাধিকার রক্ষা' শীর্ষক আন্তর্জাতিক অনলাইন ফোরাম গতকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়। এবারের ফোরাম জেনিভায় চীনা স্থায়ী প্রতিনিধিদল, জেনিভায় ক্যামেরুনের স্থায়ী প্রতিনিধিদল এবং চীনের মানবাধিকার সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।

জেনিভায় চীনের স্থায়ী প্রতিনিধিদলের প্রধান ছেন সুই ফোরামে বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করা, জাতিসংঘের সন্ত্রাসদমন বৈশ্বিক কৌশল বাস্তবায়ন করা, এবং বহুপক্ষবাদ ও আন্তর্জাতিক সহযোগিতার কাঠামোতে বিভিন্ন দেশ, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর সন্ত্রাসদমনের শক্তি বাড়ানো।

ফোরামে অংশগ্রহণকারী সবাই মনে করেন যে, সন্ত্রাসদমন সব দেশের অভিন্ন দায়িত্ব। এ ক্ষেত্রে দ্বৈত মান থাকা উচিত নয় বা একে রাজনীতিকরণ করাও উচিত নয়। সারা বিশ্বে সন্ত্রাসদমন কৌশল বাস্তবায়ন করতে চাইলে দেশীয় বা আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় জোরদার করা উচিত।

এবারের ফোরামে বেলজিয়াম, ডেনমার্ক, বেলারুস, মালয়েশিয়া, মিয়ানমার, লাওস, ইরান, সিরিয়া, সৌদি আরব, ব্রাজিল এবং ভেনেজুয়েলার প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। (ইয়াং/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040