বেইজিংয়ে 'জুংকুয়ানছুন ফোরাম, ২০২০' শুরু
  2020-09-18 14:55:26  cri

সেপ্টেম্বর ১৮: 'জুংকুয়ানছুন ফোরাম, ২০২০' গতকাল (বৃহস্পতিবার) চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়। সারা বিশ্বের বৈজ্ঞানিক, শিল্পপতি, আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে বৈজ্ঞানিক নব্যতাপ্রবর্তন এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

চার দিনব্যাপী ফোরামে আলোচনাসভা, প্রদর্শনী, লেনদেন ও প্রেস ব্রিফিং থাকছে। কোভিড-১৯ মহামারি মানবজাতির জন্য অপূর্ব একটি চ্যালেঞ্জ। উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ জন বিশ্ববিখ্যাত বিশেষজ্ঞ 'মহামারির প্রেক্ষাপটে জনসাধারণের কল্যাণ' নিয়ে আলোচনা করেন।

২০১৮ সালে রসায়নে নোবেলজয়ী গ্রেগরি উইন্টার তার ভাষণে বলেন, কোভিড-১৯ মহামারির কারণে নতুন প্রযুক্তি ব্যবহার ত্বরান্বিত হয়েছে। বৈজ্ঞানিক নব্যতাপ্রবর্তন শুধু টিকা গবেষণায় নয়, বরং সারা বিশ্বের বৈজ্ঞানিক নব্যতাপ্রবর্তনে দিক্‌নির্দেশনা দিয়েছে।

ইউরোপীয় কমিটির বিজ্ঞান ও নব্যতাপ্রবর্তন বিভাগের পরিচালক জেন এরিক বাগেট বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে তার বিভাগে সহযোগিতা জোরদার করে আসছে। ভবিষ্যতে এ সহযোগিতা আরও জোরদার হবে।

পাইতু'র সিইও লি ইয়ান হোং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন জিডিপি'তে এই খাতের অবদান ২.৪ থেকে ৪.৮ শতাংশ বাড়াবে।

(ইয়াং/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040