জি-টোয়েন্টির অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীদের যৌথ ভিডিও-সম্মেলন অনুষ্ঠিত
  2020-09-18 15:37:50  cri

সেপ্টেম্বর ১৮: জি-টোয়েন্টির অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীদের যৌথ ভিডিও-সম্মেলন গতকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে জি-টোয়েন্টির সভাপতিরাষ্ট্র সৌদি আরব। সম্মেলনে বৈশ্বিক মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে গুরুত্বপূর্ণভাবে আলোচনা হয়। সম্মেলনশেষে যৌথবিবৃতি প্রকাশ করা হয়।

চীনা অর্থমন্ত্রী লিউ খুন সম্মেলনে বলেন, কোভিড-১৯ মহামারি ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র নেতৃস্থানীয় ভূমিকাকে এবং 'জি-টোয়েন্টির কার্যক্রম পরিকল্পনা' বাস্তবায়নকে চীন সমর্থন দিয়ে যাবে। তিনি বলেন, মহামারি মোকাবিলাবিষয়ক আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে; বিভিন্ন দেশের গণস্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে উন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এ ছাড়া, উন্নয়নশীল দেশগুলোকে আরও আর্থিক সহায়তা দিতে আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর উচিত পুঁজি সংগ্রহের দক্ষতা বাড়ানো।

লিউ খুন আরও বলেন, ২০২০ সালের জুলাই মাস পর্যন্ত, চীনে মহামারি মোকাবিলায় মোট অর্থ ব্যয় হয়েছে ১৮৬.৪ বিলিয়ন ইউয়ান। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040