তিব্বতে সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচুতে 'পেই তৌ'র বেসস্টেশন চালু
  2020-09-18 15:47:59  cri

সেপ্টেম্বর ১৮: সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪২০০ মিটার উচুঁতে অবস্থিত তিব্বতের না ছু নামক স্থানে 'পেই তৌ'র বেসস্টেশন সম্প্রতি চালু হয়েছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত বেসস্টেশান।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে তিব্বতে 'পেই তৌ'র ১২টি বেসস্টেশনের নির্মাণকাজ শেষ হয়। স্টেশানগুলোর অধিকাংশই সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে ৩০০০ মিটার উচুঁতে পাহাড় ও উপত্যকা অঞ্চলে অবস্থিত।

চলতি বছর তিব্বতে 'পেই তৌ'-র ৮৫টি বেসস্টেশন নির্মাণ করা হবে। নির্মাণকাজ সম্পন্ন হলে এতদঞ্চলে চীনের 'পেই তৌ' উপগ্রহব্যবস্থার সেবানেটওয়ার্ক তৈরি সম্পন্ন হবে।

তিব্বতে 'পেই তৌ'-র বেসস্টেশান নির্মাণে সার্বিকভাবে সহায়তা দিয়ে আসছে চীনের ন্যাশনাল গ্রিড। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040