চীনে 'জাতীয় কোভিড-১৯ ভাইরাস কেন্দ্র' প্রতিষ্ঠিত
  2020-09-19 17:01:51  cri

সেপ্টেম্বর ১৯: চীনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিচালক জনাব কাও ফু শুক্রবারে চোং কুয়ান ছুন সেমিনারে এক বক্তব্যে বলেন, চীনে ইতোমধ্যে 'জাতীয় কোভিড-১৯ ভাইরাস কেন্দ্র' স্থাপন করা হয়েছে; যাতে আরও সুষ্ঠুভাবে কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই করা যায়।

তিনি জানান, নতুন স্থাপিত এই কেন্দ্র ভাইরাস ও তার জিনের গঠন সংগ্রহ করবে, কোভিড-১৯ প্রতিরোধের প্রশিক্ষণ দেবে, আন্তর্জাতিক সহযোগিতা চালাবে, দেশব্যাপী সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সমন্বয় এবং জাতীয় আদর্শ সৃষ্টির দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, এখনও বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারীর প্রাথমিক পর্যায় চলছে। কোভিড-১৯ ও ফ্লু'র সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে কোভিড-১৯ কোনও ঋতুর সঙ্গে জড়িত নয়। বিভিন্ন প্রমাণ থেকে জানা যায়, কোভিড-১৯ রোগ অনেক আগে থেকেই মানবজাতির সঙ্গে অভিযোজিত হয়েছে, তবে তা সুপ্ত অবস্থায় ছিল; পাশাপাশি এর উৎস কোথায়— তা খুঁজে বের করা প্রায় অসম্ভব। (আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040