১২তম তাইওয়ান প্রণালী ফোরাম সিয়া মেনে অনুষ্ঠিত
  2020-09-20 19:14:05  cri
সেপ্টেম্বর ২০: ১২তম তাইওয়ান প্রণালী ফোরাম গতকাল(শনিবার) সিয়া মেনে অনুষ্ঠিত হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য ও জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ওয়াং ইয়াং তাতে ভিডিও ভাষণ দিয়েছেন।

ভাষণে ওয়াং ইয়াং প্রথমে সিপিসি'র কেন্দ্রীয় কমিটি ও প্রেসিডেন্ট সি চিন পিং'র পক্ষ থেকে অংশগ্রহণকারী তাইওয়ানবাসীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, বেসরকারী স্তর তাইওয়ান প্রণালীর দু'তুরের সম্পর্কের ভিত্তি এবং জনগণ সম্পর্কের চালিকাশক্তি। গত ২০০৯ সালে এ ফোরাম ফলপ্রসূ হওয়ার পর থেকে প্রতি বছরে ফোরামের আয়োজিত হয়। চলতি বছরে কোভিড-১৯ মহামারি ও তাইওয়ান দ্বীপে এক শ্রেণিক মানুষের বাধা হলেও এ ফোরাম জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তাতে দু'তীরের জনগণের যোগাযোগ জোরদারের প্রত্যাশা তুলে ধরা হয়েছে।

ওয়াং ইয়াং বলেন, উন্মুক্তকরণ অগ্রগতি বয়ে আনে এবং দ্বাররুদ্ধ করলে পিছিয়ে পড়বে। দু'তীরের সম্পর্কের ডজন বছরের উন্নয়নে প্রমাণিত হয়েছে যে, যোগাযোগ থাকলে উভয়ই কল্যাণকর হয় এবং বিছিন্ন থাকলে ক্ষতিগ্রস্ত হয়। দুতীরের সকল মানুষের প্রতি ইতিহাসের প্রবণতা ধরে রেখে দু'তীরের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন, উভয়ের কল্যাণ বয়ে আনা এবং দেশের ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রচেষ্টা চালাবে বলে আশাবাদ করেন ওয়াং ইয়াং। (রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040