'থিয়ান ওয়েন ১' দ্বিতীয় 'অরবিটাল কারেকশান' সম্পন্ন করেছে
  2020-09-21 15:28:25  cri
সেপ্টেম্বর ২১: চীনের মঙ্গলযান 'থিয়েন ওয়েন ১' বেইজিং সময় ২০ সেপ্টেম্বর রাত ১১টায় সফলভাবে দ্বিতীয় কক্ষপথসংশ্লিষ্ট সংশোধন (অরবিটাল কারেকশান) সম্পন্ন করে। মঙ্গলযানের ৪টি ১২০এন ইঞ্জিন ২০ সেকেন্ডের জন্য চালু রাখার পর উক্ত সংশোধন করা হয়। ইঞ্জিন চারটি একসঙ্গে পরীক্ষা করা হয়। চীনের জাতীয় মহাকাশ সংস্থা এ তথ্য জানিয়েছে।

'থিয়ান ওয়েন ১' গত প্রায় ৬০ দিন ধরে মঙ্গল গ্রহের পানে ধেয়ে চলছে। এটি, সর্বশেষ হিসেব পর্যন্ত, পৃথিবী থেকে এক কোটি ৯০ লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করছিল। বর্তমানে মঙ্গলযানের সব যন্ত্রপাতি ঠিকঠাকমতো কাজ করছে।

গত ২৩ জুলাই চীন মঙ্গলযানটি উত্ক্ষেপণ করে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে যানটি মঙ্গল গ্রহে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। (ইয়াং/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040