সহজ চীনা ভাষা: গ্রামীণ অপেরা
  2020-09-21 15:48:27  cri

বন্ধুরা, প্রথমে আপনাদেরকে এ পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হচ্ছে চীনের বিখ্যাত সাহিত্যিক ল্যু স্যুন রচিত একটি ছোট গল্প। তিনি আধুনিককালে চীনের সবচেয়ে বিখ্যাত ও প্রভাবশালী সাহিত্যিক ও চিন্তাবিদ। প্রবন্ধ রচনা, সাহিত্য সমালোচনা, সাহিত্যের ইতিহাস গবেষণা, অনুবাদ, শিল্পকলা তত্ত্ব ও মৌলিক বিজ্ঞান পরিচয়সহ বিভিন্ন ক্ষেত্রে ল্যু সুন অনেক অবদান রেখেছেন। তার লেখাও বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে, পূর্ব এশিয়া বিশেষ করে- দক্ষিণ কোরিয়া ও জাপানে দারুণ খ্যাতি লাভ করেছেন তিনি। ল্যু সুনের বই বাংলা ভাষাতেও পাওয়া যায়।

এর আগে আমরা লু স্যুনের দুটি পাঠ শিখিয়েছি। আজকের পাঠ 'গ্রামীণ অপেরা' ১৯২২ সালে লু স্যুনের প্রকাশিত একটি ছোট গল্প। এতে তিনি নিজের ছোটবেলার অভিজ্ঞতার কথা বলেছেন। লু স্যুনের জন্মস্থান হল চীনের চ্যচিয়াং প্রদেশের শাওসিং শহর, সেখানে উত্সবে বা বিশেষ বাজারের দিনে স্থানীয় বৈশিষ্ট্যময় অপেরা 'শ্য সি' বা 'গ্রামীণ অপেরা' আয়োজন করার রীতি ছিল। সাধারণত গ্রামীণ অপেরা আয়োজনের সঙ্গে সঙ্গে জমজমাট বাজারও বসতো। ছোটবেলায় জন্মস্থানে থাকার সময় লেখক কিছু বন্ধুর সঙ্গে গ্রামীণ অপেরা দেখেছিলেন; আর সেই অভিজ্ঞতা তার মনে গভীর ছাপ ফেলে। অনেক বছর পর তিনি বেইজিংয়ে আরেক বার অপেরা দেখেন। গ্রামীণ অপেরার চেয়ে এর মঞ্চ বড় আর পোশাকও সুন্দর; কিন্তু ছোটবেলায় গ্রামীণ অপেরা দেখার যে আনন্দময় অনুভূতি, তা আর নেই। লেখক এই ছোট গল্পের মাধ্যমে ছোটবেলার জীবন ও বন্ধুদের কথা স্মরণ করেন।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

戲 xì অপেরা 社戲 shè xì গ্রামীণ অপেরা 看戲 kàn xì অপেরা দেখা

你喜歡看戲嗎?nǐ xǐ huān kàn xìma ? তুমি অপেরা দেখতে পছন্দ করো?

童年 tóng nián ছোটবেলা 童年的回憶tóng nián de huí yì ছোটবেলার স্মৃতি 童年的朋友 tóng nián de péng yǒu ছোটবেলার বন্ধু 我想念童年的生活 w ǒ xiǎng niàn tóng nián de shēng huó আমি ছোটবেলার জীবন মিস করি

再也沒有 zài yě méi yǒu আর নেই/ করে না 再也沒有機會zài yě méi yǒu jī huì আর সুযোগ নেই 再也沒有回去 zài yě méi yǒu huí qù আর ফিরবে না 我再也沒有他的消息 আমার আর তার খবর জানা নেই। w ǒ zài yě méi yǒu tā de xiāo xi

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040