চীনের শীর্ষনেতার সঙ্গে তৃণমূল পর্যায়ের জনগণের প্রতিনিধিদের আলোচনাসভা অনুষ্ঠিত
  2020-09-21 19:30:51  cri

সেপ্টেম্বর ২১: সম্প্রতি চীনের হুনান প্রদেশ পরিদর্শনের সময় চীনের শীর্ষনেতা সি চিন পিং তৃণমূল পর্যায়ের জনগণের সঙ্গে এক আলোচনাসভায় মিলিত হন। প্রেসিডেন্ট সি আগামী ৫ বছরে তথা ২০২১-২০২৫ সালে জাতীয় আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে তৃণমূল স্তরের প্রতিনিধিদের মতামত শোনেন।

চীন প্রতি পাঁচ বছরে একটি জাতীয় অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম প্রণয়ন করে। যাকে চীনের অর্থনৈতিক অগ্রগতির চাবিকাঠি হিসেবে গণ্য করে বহির্বিশ্ব। আগামী পাঁচ বছরে চীনের উন্নয়ন সম্পর্কে সি চিন পিং বলেন, চতুর্দশ পাঁচসালা কার্যক্রম চলাকালে চীন উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশ করছে। অধিকতর অস্থিতিশীল ও অনিশ্চিত বিশ্বে চীনের উন্নয়ন প্রয়োজন। সবাইকে নতুন উন্নয়নের চেতনায় উন্নয়ন ও নিরাপত্তার সমন্বয়ে দেশের অভ্যন্তরীণ উন্নয়নের পাশাপাশি দেশ-ও বিশ্বের মধ্যে পারস্পরিক উন্নয়ন বেগবানের নতুন কাঠামো গড়ে তোলা প্রয়োজন।

তৃণমূল প্রতিনিধির সঙ্গে কথাবার্তা বলেন সি চিন পিং। ওই ১০জন প্রতিনিধি চতুর্দশ পাঁচসালা কার্যক্রম নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040